পাকিস্তানে আবাসিক ভবন ধসে ১২ জন নিহত

পাকিস্তানের করাচিতে একটি ছয় তলা আবাসিক ভবন ধসে ১২ জন নিহত। এতে আহত হয়েছে আরো ৮ জন। ২৫ থেকে ৩০ জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এ ঘটনায় ভবনের বাসিন্দারাই দায়ী, দাবি কর্তৃপক্ষের।
উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। নিহতদের মধ্যে চারজন পুরুষ, চারজন মহিলা এবং একজন শিশুও রয়েছে।
প্রতক্ষ্যদর্শী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা থেকে কিছুক্ষণ পরপরই ভবনটিতে কম্পন অনুভূত হতে থাকে। এরপর সকাল ১০টা নাগাদ হঠাৎ ভবনটি ধসে পড়ে।
এ ঘটনায় ভবনটির বাসিন্দাদের দোষারোপ করেন করাচি কমিশনার হাসান নাকভি। তিনি জানান, ভবনটি বসবাসের অনুপযুক্ত ও বিপজ্জনক হয়ে উঠেছিলো। তবে, বারবার নোটিশ দেওয়ার পরও ভবনটি ছাড়তে রাজি হয়নি অধিবাসীরা।
তিনি আরো বলেন, এই পরিত্যক্ত ভবনগুলিতে বসবাসকারীরা তাদের জীবনের গুরুতর ঝুঁকি নিয়েই বাস করছে। দুর্ভাগ্যবশত, প্রশাসন তাদের জোর করে তাদের বাড়ি থেকে সরিয়ে দিতে পারে না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: