• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টেক্সাসে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা: বহু প্রাণহানি ও নিখোঁজ

প্রকাশিত: ১১:৫১, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টেক্সাসে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা: বহু প্রাণহানি ও নিখোঁজ

ছবি: সংগৃহীত

টেক্সাসে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আল-জাজিরার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, একটি গ্রীষ্মকালীন শিবিরে অংশ নেওয়া ২০ জনেরও বেশি কিশোরী নিখোঁজ রয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ভেতর কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ এ বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিকে ভীতিকর ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে বজ্রঝড় ও ভারি বর্ষণের কারণে টেক্সাসের গুয়াদালুপ নদীতে হঠাৎ করেই পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। ৪ জুলাই সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার তীব্রতার কারণে টেক্সাসের সড়কে বসানো পানি পরিমাপের যন্ত্র সম্পূর্ণভাবে তলিয়ে গেছে।

সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকায় দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টিপাত হয়। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাসের নির্দিষ্ট কয়েকটি এলাকার জন্য আকস্মিক বন্যার জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

বলা হচ্ছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই প্রচণ্ড এই বন্যা ভোরের আগে আঘাত হানে। ফলে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য আগে থেকে কোনো নির্দেশনা দিতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধার কাজ চলাকালীন বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে।  

ধারণা করা হচ্ছে, শিবিরে থাকা যেসব কিশোরীরা নিখোঁজ হয়েছে, তারা হয়তো কোথাও নিরাপদ আশ্রয় নিয়েছে বা এমন জায়গায় আছে যেখানে যোগাযোগ করা সম্ভব নয়। এদিকে নিখোঁজদের সম্পর্কে যেকোনো তথ্য জানাতে মানুষের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেছে এবং জরুরি সেবা কর্মীরা এখনও তাদের সন্ধানে কাজ করে যাচ্ছে। টেক্সাসের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রার্থনা করে।

উদ্ধারকারীরা পুরো এলাকাজুড়ে ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে শত শত জরুরি সেবাকর্মী গাছপালা ও পানির তোড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। যদিও বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও এলাকাটিতে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, বাসিন্দারা চরম বন্যার কবলে পড়েছেন। তারা বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং ইন্টারনেট সংযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েছেন। রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ওইসব অঞ্চলে যাতায়াত না করার জন্য সতর্ক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতের প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বাড়িঘর ও গাছপালা পানির স্রোতে ভেসে যাচ্ছে। ওইদিনই প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, এক উদ্ধারকর্মী গাছের ডাল থেকে এক ব্যক্তিকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।  

রাষ্ট্রীয় জননিরাপত্তা বিভাগের পরিচালক এই ঘটনাটিকে গণদুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যদিও এখন বৃষ্টি থেমে গেছে, তবে আরও একটি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার মতে, সান অ্যান্তোনিও এবং অস্টিন অঞ্চলের দিকে নতুন করে প্রবল বৃষ্টিপাত অগ্রসর হচ্ছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2