• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬১ ফিলিস্তিনি 

প্রকাশিত: ২১:৩৫, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬১ ফিলিস্তিনি 

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি। আহত হয়েছে ২৩১ জন।

এরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন।

জানা গেছে, উত্তর থেকে দক্ষিণ-উপত্যকাটির বিভিন্ন স্থানে আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। দেইর আল-বালাহ এলাকায় আইডিএফের দু’টি বিমান হামলায় নিহত হন ৪ ফিলিস্তিনি, আহত আরও অনেকে।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতেও চালানো হয়েছে ইসরাইলি হামলা। এ আগ্রাসনে আরও ৭ জন প্রাণ হারিয়েছে।

এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে একাধিক হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। রামাল্লাহর উত্তরে, সিঞ্জিল শহরেও চালানো হয় আগ্রাসন। জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2