• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্ত, বিমানবন্দর বন্ধের ঘোষণা

প্রকাশিত: ০৯:০৯, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্ত, বিমানবন্দর বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় উড়োজাহাজটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এ ঘটনার জেরে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে শিডিউলে থাকা সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। রয়টার্সের খবর।

রবিবার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। উড়োজাহাজে কতজন ছিলেন তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পূর্ব ঘোষিত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে একেবারে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে তারা ক্রুদের দিকে হাত নেড়েছিলেন। ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই সেটি আগুনে পুড়ে যায়।

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন তারা।

এদিকে, সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2