লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কাউন্টি শেরিফের দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকালের দিকে ঘটা এই বিস্ফোরণে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়ে ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি জানান, ফেডারেল এজেন্টদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় এবং আরও কেউ হতাহত হয়েছে কিনা সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রটির স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে বিবিসি-কে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের শেরিফ দপ্তর।
বিস্ফোরণের কারণ এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওই কেন্দ্রের বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা বিস্ফোরক নিয়ে কাজ করছিল এবং অবিস্ফোরিত গোলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিণ। সে সময়ই বিস্ফোরণটি ঘটে।
বিভি/টিটি
মন্তব্য করুন: