• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাইজেরিয়ায় নৌকা উল্টে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে  

প্রকাশিত: ১৩:৩১, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নাইজেরিয়ায় নৌকা উল্টে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে  

ফাইল ছবি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে একটি নৌকা উল্টে গেছে। এতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। গত শনিবার (২৬ জুলাই) প্রায় ১০০ যাত্রী নিয়ে কাঠের নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

রবিবার (২৭ জুলাই) নাইজেরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা ইউসুফ লেমু জানান, এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসিয়াকু আকিলু বলেন, নৌকার চালক, যিনি বেঁচে যাওয়াদের মধ্যে রয়েছেন, তিনিও নিশ্চিত করতে পারেননি ঠিক কতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে সবদিক বিবেচনায় মনে হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এটি ঘটেছে।

নৌচালকদের ইউনিয়নের সদস্য আদামু আহমদও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি বড় কাঠের নৌকা ছিল এবং নিখোঁজদের মরদেহ উদ্ধারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2