• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১১:০০, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ অন্তত চারজন নিহত। এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) থ্রি-ফোরটি-ফাইভ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি আকাশচুম্বী ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ভবনটিতে জাতীয় ফুটবল লিগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের করপোরেট অফিস রয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের বরাতে সিএনএন জানিয়েছে, নিহত দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগের সাথে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়।

৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের পরিবারে দুই ছেলে এবং আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ছাড়াও একজন নারী রয়েছেন।

এখন পর্যন্ত পুলিশের তথ্য মতে, সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা, লাস ভেগাসের বাসিন্দা। হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।

গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাই, পুলিশের ধারণা আত্মহত্যা করতে নিজের ওপর গুলি চালিয়েছেন হামলাকারী। হামলার প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ম্যানহাটন প্রশাসন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2