• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে প্রাণ গেলো দুই শিশুসহ আরও ১৪ জনের

প্রকাশিত: ১০:৪৭, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১০:৪৯, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে প্রাণ গেলো দুই শিশুসহ আরও ১৪ জনের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে আরও অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহারে আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিশু। মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরাইলি হামলায় আরও ৮০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার (২৮ জুলাই) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ মাসে ইসরাইল গাজায় পুরোপুরি অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ–এর প্রধান ফিলিপ ল্যাজারিনি জানান, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষজনকে এমন অবস্থায় দেখছেন যেন তারা ‘না বেঁচে আছে, না মরেছে- যেন চলমান লাশ’।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: