যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ অন্তত চারজন নিহত। হামলাকারী আত্মহত্যা করেছে। অপরদিকে, নেভাদার রেনো ক্যাসিনোতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার থ্রি-ফোরটি-ফাইভ পার্ক অ্যাভিনিউতে একটি আকাশচুম্বী ভবনে এ ঘটনা হয়। ভবনটিতে জাতীয় ফুটবল লিগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের করপোরেট অফিস।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের বরাতে সিএনএন জানিয়েছে, নিহত দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশে চাকরি করেছেন। তার বাড়ি বাংলাদেশের সিলেটে। ৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের দুই ছেলে রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ও এক নারী রয়েছেন।
পুলিশের তথ্য মতে, সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা, লাস ভেগাসের বাসিন্দা। হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাই পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন হামলাকারী। হামলার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে ম্যানহাটন প্রশাসন।
অন্যদিকে, নেভাদার হামলাটি হয় রাজ্যটির গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের গাড়ি পার্কের ভ্যালেট স্টেশনে। এ ঘটনায় তিনজন নিহতের পাশাপাশি হামলাকারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: