• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

প্রকাশিত: ১২:৪৫, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশ রাজি হওয়ার কয়েক ঘণ্টা পর এই অভিযোগ আনে থাইল্যান্ড।

মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির সেনাবাহিনী বলে, সীমান্তে নতুন করে হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন করেছে কম্বোডিয়া। এছাড়া এটিকে পারস্পরিক আস্থা নষ্ট করার একটি স্পষ্ট প্রচেষ্টাও বলছে থাই সেনারা। কম্বোডিয়ার হামলার পর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় থাই বাহিনী। আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। 

এর আগে মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। শান্তি আলোচনার পর, উভয়ই তাদের ৮০০ কিলোমিটার সীমান্তের বিতর্কিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়। সোমবার (২৮ জুলাই) মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও খুব অল্প সময়ের মধ্যে এটি লঙ্ঘনের অভিযোগ উঠলো। গত পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: