ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার, ট্রাম্পের হুমকি

ফাইল ছবি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দেন। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়।
কার্নি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পর কানাডাকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন সিদ্ধান্তে কানাডার সঙ্গে তাদের সম্ভাব্য বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে।
ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাহ। কানাডা মাত্র ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। (এমনটি হলে) কানাডার সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে।
এদিকে অন্যান্য দেশের মতো কানাডার ওপরও শুল্ক আরোপ করেছেন টাম্প। এরপর মার্কিনিদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মার্কিনিদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যে ডেডলাইন দিয়েছে সেই সময়ের মধ্যে হয়ত চুক্তি হবে না।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি
মন্তব্য করুন: