• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বর্বর আগ্রাসনে গাজায় আরও ৯৮ মৃত্যু, ৩৮ জনই ত্রাণপ্রত্যাশী

প্রকাশিত: ০৯:১১, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বর্বর আগ্রাসনে গাজায় আরও ৯৮ মৃত্যু, ৩৮ জনই ত্রাণপ্রত্যাশী

বর্বর ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও ৯৮ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৩৮ জনই ছিলো ত্রাণপ্রত্যাশী। হামলায় আহত হয়েছেন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক। এর মধ্য দিয়ে ইসরাইলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার (২ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অভিযানে কমপক্ষে ৬০ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০৭৯ জন। যার ফলে ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৮ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪২২ জনে পৌঁছেছে।  আর গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও ১০ হাজার ৬৭ জনেরও বেশি আহত হয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: