• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের 

প্রকাশিত: ১০:৪৪, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের জেরে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ আগস্ট)  এই নির্দেশ দিলেও পারমাণবিক সাবমেরিন দুটি কোথায় মোতায়েন করা হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মেদভেদেভের মন্তব্য যুদ্ধের ইঙ্গিত দেয়। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে এই অঞ্চলে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এরআগে, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন ডোনাল্ড ট্রাম্প। দেন নিষেধাজ্ঞারও হুমকি। 

এতে প্রতিক্রিয়া জানান রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। বলেন, মার্কিন প্রেসিডেন্ট আল্টিমেটাম খেলায় লিপ্ত আছেন। পরোক্ষভাবে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে ট্রাম্পকে হুমকি দেন দিমিত্রি মেদভেদেভ। বলেন, সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার সক্ষমতা রাখতো রাশিয়া। বিষয়গুলোকে হুমকি হিসেবে নিয়ে উপযুক্ত অঞ্চলে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।

বিভি/এসজি

মন্তব্য করুন: