• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কানাডার দাবানল থেকে ছড়ানো ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সতর্কতা জারি

প্রকাশিত: ১০:৪৮, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১১:১৪, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কানাডার দাবানল থেকে ছড়ানো ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জলবায়ুর নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ভয়াবহ বন্যায় অঞ্চলজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আবার কোথাও ভয়ংকর দাবানলে সব কিছু ছারখার হয়ে যাচ্ছে। এইভাবে পৃথিবী একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। এবার দাবানলের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে কানাডা।

কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে বায়ু দূষণ নিয়ে সতর্কতা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

২ আগস্ট পর্যন্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচোয়ান, ম্যানিটোবা এবং অন্টারিও প্রদেশসহ ইউকন ও নর্থওয়েস্ট টেরিটরিজে সক্রিয় ছিল কয়েকশ’ দাবানল। এর বেশ কিছু এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছে কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ইস্টার্ন নেব্রাস্কা এবং ইন্ডিয়ানা ও ইলিনয়ের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। 

বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, পয়লা আগস্ট থেকে শহরটি বিশ্বের অন্যতম খারাপ বায়ুগুণমানভুক্ত এলাকায় পরিণত হয়েছে। ।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর তথ্য অনুযায়ী, মিনেসোটার সর্বত্র বায়ুর গুণমান রেড বা অস্বাস্থ্যকর স্তরে পৌঁছেছে। এবং এটি কিছুদিন এভাবেই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
 
মিনিয়াপোলিস সেন্ট পল অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন আবহাওয়াবিদ জো স্ট্রাস আল-জাজিরাকে জানান, তারা প্রতিদিন এই ধোঁয়ার সাথে বসবাস করছেন। বাইরে গেলে ধোঁয়ার স্বাদ এবং গন্ধ অনুভূত হয়।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২ আগস্ট পর্যন্ত এই ধোঁয়া মধ্য-পশ্চিমাঞ্চলে বজায় থাকবে। এরপর ধীরে ধীরে এটি দক্ষিণের দিকে টেনেসি ও মিসৌরি এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এই দাবানলের কারণে যাদের ফুসফুস বা হৃদপিণ্ডে সমস্যা রয়েছে, ছোট শিশুরা, বৃদ্ধরা এবং গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি থাকে। এই ধরনের ধোঁয়া থেকে উদ্ভূত বায়ুদূষণের ঘটনা নতুন নয়। ২০২৩ সালে কানাডার দাবানলের ধোঁয়া আটলান্টিক সাগর পেরিয়ে উত্তর ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, সাসকাচোয়ান, ম্যানিটোবা, অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটরিজ এলাকায় বায়ুদূষণের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে জারি করা হয়েছে সতর্কতা। যদিও সেখানে বায়ুদূষণের ঝুঁকি কিছুটা কম রয়েছে।

কানাডার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৩ আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বায়ুর গুণমান পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে মাস্ক ব্যবহার এবং ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিভি/আইজে

মন্তব্য করুন: