• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

প্রকাশিত: ১৭:৩৫, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩৫, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

ফাইল ছবি

মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভি। মৃত্যুকালে সাবেক এই জেনারেলের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন মিন্ট সোয়ে।

মিয়ানমারের সামরিক তথ্য দপ্তর এক বিবৃতিতে বলেছে, মিন্ট সোয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বছরখানেকের বেশি সময় আগে থেকে অসুস্থতার কারণে তিনি জনসম্মুখে আসছিলেন না। মনে করা হতো, তিনি দাফতরিক কাজও বন্ধ রেখেছিলেন।

সামরিক তথ্য দফতর পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রয়াত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে তারিখ এখনো জানানো হয়নি।

এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। চিকিৎসাজনিত কারণে গেল এক বছর ধরে ছুটিতে ছিলেন তিনি। এরপরই ২০২৪ সালের জুলাইয়ে বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন মিন্ট সোয়ে। মিন অং হ্লাইং-এর অধীনে তাকে একজন জান্তা নেতা এবং বেশিরভাগই একজন আনুষ্ঠানিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হত।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2