• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুতিনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল মিটিং

প্রকাশিত: ১৫:১৭, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১৭, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পুতিনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল মিটিং

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার ভিডিও কনফারেন্সে মিলিত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা। দেশটিতে শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর করা যাবে বলে আশাবাদী সবাই।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা বলেছেন, শুক্রবার যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করবে দেশগুলো। বৈঠকের আয়োজন করায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটিতে শিগগিরই যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করিজ শহরে এ বৈঠক হবে। তবে, বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: