• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরওয়েতে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু 

প্রকাশিত: ১৮:০৫, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নরওয়েতে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু 

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরপর বেশ কয়েকটি দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এবার নেতানিয়াহুকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে পা রাখলেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশনা মেনে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ। তিনি বলেন, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। খবর মিডল ইস্ট মনিটরের।

ক্রাভিচ নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। তিনি জানান, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।

ক্রাভিচ বলেন, ‘এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে।’ 

আইসিসির রায় প্রকাশের পরই একে স্বাগত জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে। বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর  
 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: