• NEWS PORTAL

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে সেনা মোতায়েন ট্রাম্পের

প্রকাশিত: ২১:০৬, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে সেনা মোতায়েন ট্রাম্পের

ছবি: এনবিসি

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধ, গৃহহীন ও অনথিভুক্ত অভিবাসীদের দমনে মার্কিন প্রেসিডেন্ট এ উদ্যোগ নিয়েছেন।

সেনা মোতায়েনের পরিকল্পনাটির বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেয়নি পেন্টাগন। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে ন্যাশনাল গার্ডের অন্তত কয়েক হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বলেন, ন্যাশনাল গার্ড বা সেনাবাহিনী মোতায়েনের মতো জরুরি পরিস্থিতি অঙ্গরাজ্যে নেই। ডোনাল্ড ট্রাম্প সংকট তৈরির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বেআইনি পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এরআগে গেলো জুনে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের ৪ হাজার সদস্য ও ৭০০ সক্রিয় মেরিন সেনা মোতায়েন করে। স্থানীয় নেতাদের প্রতিবাদ ও অঙ্গরাজ্যটিতে বিক্ষোভ উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক-শ ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর নির্দেশ দেন। সূত্র: সিএনএন

বিভি/এমআর

মন্তব্য করুন: