• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৫০, আহত ৫ শতাধিক  

প্রকাশিত: ১১:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৫০, আহত ৫ শতাধিক  

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কুনার প্রদেশে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ শতাধিক। ভূমিকম্পে প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভূমিকম্পে প্রকম্পিত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলেও বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। 

কম্পন ছড়িয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্তও। কুনার এবং নানগারহার প্রদেশে এই ভূমিকম্পে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিখোঁজ রয়েছেন অনেকে। সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2