• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় ইসরাইলের হামলায় সাংবাদিকসহ আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৩:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলের হামলায় সাংবাদিকসহ আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় ৩২ ত্রাণপ্রত্যাশীসহ অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এক হামলায় হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদাকে হত্যার দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

তবে, এ বিষয়ে হামাসের কোন প্রতিক্রিয়া পাওয়া যয়নি। গেলো কয়েকদিন ধরেই গাজা সিটি দখলে নিতে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। রবিবার দিনভর ভূখন্ডের দেইর আল বালাহ শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় হামলা হয়। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি।

এদিন ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিকও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে ইসরাইলি বাহিনীর এই অভিযান। 

জাতিসংঘ বলছে, আশ্রয় কেন্দ্র না থাকায় গাজা সিটির বাসিন্দারা দক্ষিণে যেতে পারছেন না। স্থানীয় পরিষেবাও প্রায় অনুপস্থিত। এই পরিস্থিতি মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2