আফগানিস্তানে ভূমিকম্প: প্রাণহানি ৮০০ ছাড়িয়েছে, আহত ২৮০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৮০০ ছাড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২ হাজার ৮০০ আফগান বাসিন্দা। ভূমিকম্পে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার দিবাগত রাত ১২টার দিকে ভূমিকম্পে প্রকম্পিত হয় আফগানিস্তানের কুনার এবং নানগারহার প্রদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউ.এস.জি.এসের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
এরপর, আরও অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলেও বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। কম্পন ছড়িয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালের মুখপাত্র মুফতি আবদুল মতিন জানিয়েছেন, কুনারে মৃত্যু হয়েছে ৬১০ জনের। অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে নানগারহার প্রদেশে। এখনও ভবনের নিচে অনেকে চাপা পড়ে আছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত আছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালে আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: