হুমকি আর শক্তি প্রদর্শনে বেইজিংকে ভয় দেখানো যাবে না: শি জিনপিং

ছবি: সংগৃহীত
হুমকি আর শক্তি প্রদর্শনে বেইজিংকে ভয় দেখানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে, চীনের কুচকাওয়াজে রাশিয়া, উত্তর কোরিয়াসহ শত্রু দেশের নেতাদের উপস্থিতিকে হুমকি মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপানের আত্মসমর্পণ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর উপলক্ষে এযাবতকালের সবচেয়ে বড় কুচকাওয়াজে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে চীন। এই আয়োজন আর বিশ্বনেতাদের উপস্থিতি উপলক্ষে সেন্ট্রাল বেইজিংকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়। চাংআন এভিনিউয়ে প্যারেড পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্য দেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরাও কুচকাওয়াজে অংশ নেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান এই আয়োজন উপভোগ করেন।
পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ডিএফ-ফাইভ সি, স্টেলথ ড্রোন ছাড়াও অত্যাধুনিক বিমান আর সাজোয়া যানের বহর প্রদর্শন করেছে চীন। বাড়তি মার্কিন শুল্ক আর ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে টানাপোড়েনের আবহে চীনের এই আয়োজনকে চোখ রাঙানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও, নিজ কার্যালয় হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানিয়েছেন, একে বৈশ্বিক হুমকি মনে করছে না যুক্তরাষ্ট্র। বরং বেইজিংয়ের সাথে ভালো সম্পর্কের দাবি করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখাটা চীনের জন্যই তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ।
বিভি/এসজি
মন্তব্য করুন: