• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আফগানিস্তানে আবারো ভূমিকম্পের আঘাত, ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা 

প্রকাশিত: ১০:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানে আবারো ভূমিকম্পের আঘাত, ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা 

আফগানিস্তানে আবারো আঘাত হেনেছে ভূমিকম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। দুইদিন আগে ৬ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  

ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় হতাহত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। দুইদিন আগে আঘাত হানা ভূমিকম্পটিও ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

নতুন করে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এটির প্রভাবে আরও পাহাড় ধসে পড়ে। এতে করে আক্রান্তস্থলে যাওয়ার রাস্তা আরও কমে এসেছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। অপরদিকে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্র: রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2