• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আফগানিস্তানে এক সপ্তাহে আঘাত হানলো ৩টি শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ০৯:০০, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানে এক সপ্তাহে আঘাত হানলো ৩টি শক্তিশালী ভূমিকম্প

ছবি: আল জাজিরা

আফগানিস্তানে আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

গত রবিবার থেকে একই অঞ্চলে এটি তৃতীয় ভূমিকম্প। রবিবারের প্রথম ভূমিকম্পে দেশটিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশের শিবা জেলায়। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। 

এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং আহত হন অন্তত তিন হাজার ৬০০ জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আর আহত হয়েছেন ৩ হাজার ৬৪০ জন।

সূত্র: আল জাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন: