• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে আক্রমণের পরিকল্পনা আগে থেকেই জানতেন ট্রাম্প!

প্রকাশিত: ১১:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কাতারে আক্রমণের পরিকল্পনা আগে থেকেই জানতেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলা কাতারসহ আন্তর্জাতিক পরিসরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইসরাইল এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছিল। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ফলে ঘটনার পর একটি প্রশ্ন সামনে আসছে— তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ব্যাপারে আগে থেকেই সব জানতেন?

যদিও কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ এবং সেখানে একটি বিশাল মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রতি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিলেন। ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, তিনি ওই সংগঠনের শীর্ষ নেতাদের পরিণতির বিষয়ে সতর্ক করছেন। এটাই তার শেষ সতর্কবার্তা, এরপর আর কোনো বার্তা দেয়া হবে না।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে একটি বিবৃতিতে জানানো হয়, দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা পুরোপুরি ইসরাইলের নিজস্ব উদ্যোগে হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে ওই সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে ইসরাইল। অতএব, ইসরাইলই এই অভিযান শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে।

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে যারা দোহায় উপস্থিত ছিলেন, ৯ সেপ্টেম্বর বিকেলে তাদেরকেই টার্গেট করে হামলা চালায় ইসরাইল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এক সূত্র আল-জাজিরাকে এই তথ্য জানিয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলায় সর্বোচ্চ পর্যায়ে নিন্দা জানাচ্ছে দেশটি। তিনি বলেন, এই আক্রমণ একটি আবাসিক ভবনে চালানো হয়েছে, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কয়েকজন শীর্ষ সদস্য ছিলেন। আল-আনসারি আরও বলেন, এই নৃশংস হামলা আন্তর্জাতিক আইন ও নিয়ম-কানুনের স্পষ্ট লঙ্ঘন। এটি কাতারের মানুষের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি জানান, তারা ইসরাইলের এই অবৈধ কার্যকলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার অবহেলাকে কখনো মেনে নেবেন না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গৃহীত কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না তারা।

এদিকে, ইসরাইলের প্রতি নিন্দা জানিয়ে অনেকেই ট্রাম্পকে এবং ইসরাইলি সরকারের প্রতি তার সহনশীল মনোভাবকে এই হামলার জন্য দায়ী করেছেন। তাদের মতে, ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে অক্ষম এবং অঞ্চলজুড়ে অংশীদারদের সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত প্রতিশ্রুতিগুলো রক্ষায় খুবই দুর্বল।
 

বিভি/আইজে

মন্তব্য করুন: