• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ডিনার পার্টিতে ট্রাম্পকে ‘হিটলার’ ডাকলেন বিক্ষোভকারীরা  

প্রকাশিত: ১৭:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডিনার পার্টিতে ট্রাম্পকে ‘হিটলার’ ডাকলেন বিক্ষোভকারীরা  

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির একটি অভিজাত রেস্টুরেন্টে ডিনার পার্টিতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এসময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ডিসি! ফ্রি প্যালেস্টাইন! ট্রাম্প ইজ দ্য হিটলার অফ আওয়ার টাইম!’ স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, অন্যদিকে রেস্টুরেন্টের ভেতর থাকা কিছু মানুষ ‘ইউ-এস-এ! ইউ-এস-এ!’ স্লোগান দিতে শুরু করেন।

নারী অধিকারকেন্দ্রিক অ্যাকটিভিস্ট সংগঠন কোড পিংক জানিয়েছে, তারাই এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়,যখন ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিট হেগসেথরা স্টেক হাউজে ভোজন করছিলেন, তখন আমরা সেখানে দাঁড়িয়ে সত্যটা বলেছি ফ্রি ডিসি, ফ্রি প্যালেস্টাইন। ট্রাম্প আমাদের সময়ের হিটলার।

ঘটনাটি ঘটে হোয়াইট হাউজের কাছাকাছি অবস্থিত জো’স সীফুড, প্রাইম স্টেক এবং স্টোন ক্র্যাব রেস্টুরেন্টে। সেখানে ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাতের খাবার খেতে যান।

ট্রাম্পের সঙ্গে ছিলেন, জেডি ভ্যান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট), মার্কো রুবিও (পররাষ্ট্র সচিব), পিট হেগসেথ (প্রতিরক্ষা মন্ত্রী), স্টিফেন মিলার (ডেপুটি চিফ অব স্টাফ), প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং আরও অনেকে।

বিভি/এসজি

মন্তব্য করুন: