জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে অন্তত ৯০০ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে ২০ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জুন মাসের পর থেকে এ পর্যন্ত বন্যায় ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এ বন্যায় শুধু সিন্ধু প্রদেশ থেকেই দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের বন্যা পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ ধরা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীতে পানি উপচে পড়ছে। বাসিন্দাদের দাবি, সরকারের অবহেলা এবং দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট বিনিয়োগ না করায় এই বিপর্যয় মারাত্মক হয়েছে।
এদিকে, বন্যায় পাকিস্তানে হাজার হাজার বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হয়েছে। দেশটিতে প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তাদের জন্য এই দুর্যোগ ভয়াবহ আঘাত হয়ে এসেছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্গত এলাকায় তাঁবু, পানিসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। জাতিসংঘ এরইমধ্যে পাকিস্তানের বন্যা মোকাবিলায় ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। যুক্তরাষ্ট্রও অর্থসহায়তা ও বিশেষ দুর্যোগ মোকাবিলা টিম পাঠিয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: