রাশিয়ায় সুনামি সতর্কতা জারি

ফাইল ছবি
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আঘাত হানা এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১ দশমিক ৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন হয়েছিলো। এ সম্পর্কে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়। তবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।
বিভি/এসজি
মন্তব্য করুন: