চার্লি কার্ক হত্যার দায় স্বীকার, শেষকৃত্যে থাকবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র চার্লি কার্ককে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি টেইলর রবিনসন। তার মৃত্যুদণ্ড চেয়েছেন বাদির আইনজীবী। এদিকে, ট্রাম্প জানিয়েছেন কার্কের শেষকৃত্য অনুষ্ঠানে (অন্ত্যোষ্টিক্রিয়া) উপস্থিত থাকবেন তিনি।
কার্ক হত্যা মামলায় মঙ্গলবার ইউটাহ অঙ্গরাজ্যের প্রোভো শহরে চতুর্থ জেলা বিচারিক আদালতে তোলা হয়। কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একমাত্র আসামি ২২ বছর বয়সী রবিনসনকে বিচার কার্যক্রমে হাজির করা হয়। এসময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বক্তব্য দেন আসামি। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার আগে রুমমেটের জন্য রেখে আসা নোটে কার্ককে হত্যা করতে যাওয়ার বিষয়টি উল্লেখ ছিলো।
রবিনসনকে মৃত্যুদণ্ড দিতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন ইউটাহ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে। রবিনসনের বিরুদ্ধে হত্যাসহ ৭টি অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ড হতে পারে তার।
এদিকে, কনজার্ভেটিভ স্টুডেন্ট মুভমেন্টের প্রধান এবং কট্টর ডানপন্থী বক্তা কার্কের শেষকৃত্যে উপস্থিত থাকার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মেয়াদে দ্বিতীয়বার যুক্তরাজ্য সফরে যাওয়ার সময় এই বার্তা দিলেন তিনি। শেষকৃত্য হবে আগামী ২১ সেপ্টেম্বর অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: