• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হিমালয়ের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, স্থানীয়দের মাঝে ভয় ও দুশ্চিন্তা

প্রকাশিত: ১৪:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হিমালয়ের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, স্থানীয়দের মাঝে ভয় ও দুশ্চিন্তা

ছবি: সংগৃহীত

ভারতের হিমালয় ঘেরা রাজ্য উত্তরাখণ্ডে আকস্মিকভাবেই ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। ১৬ সেপ্টেম্বর প্রবল মেঘভাঙা বৃষ্টির কারণে পুরো অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম ও হাট-বাজার। পানি ও কাদার স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও স্থাপনাসমূহ। পুরো এলাকায়ই যেন ভয়াবহ ধ্বংসের চিত্র ফুটে উঠেছে। ফলে, এই দুর্যোগে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

উত্তরাখণ্ডে প্রায়ই বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে। অনেক বিশেষজ্ঞই এর জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে পরিবেশে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে জীবজন্তু ও মানুষের জীবনেও।

উত্তর রিশিকেশে প্রধান সড়কগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় চলাচলে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। আটকে পড়া স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। দেউরাদুনের এক স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানান, বন্যার পানিতে অন্তত ৭টি দোকান ভেসে গেছে। ফলে, পরিস্থিতি স্থানীয়দের জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছে।
 
এদিকে, গত কয়েক সপ্তাহ আগেও উত্তরাখণ্ডের ধারালি গ্রামে এক ভয়াবহ বন্যার দেখা দেয়। কাদামাটির স্রোতে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়। নিখোঁজ হয় প্রায় ৫০ জন মানুষ।

বিভি/আইজে

মন্তব্য করুন: