• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারত, ২৪ ঘণ্টায় অন্তত ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ১১:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারত, ২৪ ঘণ্টায় অন্তত ১৮ জনের প্রাণহানি

ভারি বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখন্ড, মনিপুরসহ ভারতের বিভিন্ন রাজ্য। ২৪ ঘণ্টায় শুধু উত্তরাখন্ড ও মহারাষ্ট্রেই প্রাণহানি হয়েছে অন্তত ১৮ জনের। বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরাখন্ডসহ বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায়।

সবচেয়ে নাজুক অবস্থা উত্তরাখন্ডের দেহরাদুনে। মেঘভাঙা বৃষ্টির ঢলে ভেসে গেছে বাড়িঘর, মন্দির, হোটেল, গাড়ি আর কৃষিকাজের ভারি ট্রাক্টর। ধসেছে রাস্তা। ভেঙেছে সেতু। তমাসা নদীর পানি বেড়ে ভাসিয়ে নিয়েছে অন্তত ৩০ জনকে। পাওয়া গেছে অন্তত ১৫ শ্রমিকের লাশ।

দেহরাদুরের বেশ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাসে বুধবারও বহাল রাখা হয় রেড এলার্ট। পানি বিপদসীমার ছাড়ানোয় চন্দ্রভাগা নদী তীরের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

হিমাচলের মাণ্ডিতে ধরমপুর বাসস্ট্যান্ডে অপেক্ষমান কয়েকটি বাস ভেসে গেছে। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয় হিমাচলের তিনটি জাতীয় সড়ক।

মহারাষ্ট্রে উদ্ধার তৎপরতা আর পরিস্থিতি মোকাবেলায় নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্স-এনডিআরএফের ১২টি দল।

তিস্তার পানি বেড়ে ভূমিধস-বন্যায় উত্তরবঙ্গ, পশ্চিম বাংলা, আসাম, মেঘালয় আর সিকিমের অবস্থাও নাজুক। রাস্তাঘাট ডুবে গ্যাংটকের সাথে সিকিমের অন্যান্য অঞ্চলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2