• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইরান সমর্থিত চার সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৩:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইরান সমর্থিত চার সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

ইরান সমর্থিত চারটি সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের তালিকায় যুক্ত সংগঠন চারটি হলো:- হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগে চারটি সংগঠনই বিশেষ তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসীর তালিকাভুক্ত ছিল। আর ২০২৩ সালে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা এই তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে এই ধরনের হামলা চালায় তেহরান।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বিশ্বের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শীর্ষস্থানীয় পৃষ্ঠপোষক বলে মনে করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: