• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: ৮০ হাজার পুলিশ মোতায়েন, গ্রেফতার ১৪০

প্রকাশিত: ১৩:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিক্ষোভে উত্তাল ফ্রান্স: ৮০ হাজার পুলিশ মোতায়েন, গ্রেফতার ১৪০

অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে ফ্রান্সজুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শিক্ষক, রেলকর্মী থেকে শুরু করে হাসপাতাল কর্মী, প্রায় সর্বস্তরের পেশাজীবীরা যোগ দেন একদিনের এই ধর্মঘটে। বাজেট কাটছাঁট বন্ধ করে জনসেবায় ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। প্যারিসসহ বিভিন্ন শহরে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার হন অন্তত ১৪০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশজুড়ে অ্যান্টি-অস্টেরিটি বা অর্থনৈতিক কড়াকড়ি-বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। যোগ দেন শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অংশ নেয় কিশোর-কিশোরীরাও। প্যারিসসহ বেশ কয়েকটি শহরে সকাল থেকেই বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে রাখেন তারা।

বিক্ষোভকারীদের মূল দাবি, পূর্ববর্তী সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল করা। জনসেবায় ব্যয় বাড়ানো, ধনীদের ওপর উচ্চ কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে প্যারিসসহ বিভিন্ন নগরী।

এদিকে প্যারিসে মূল মিছিলের আগে কালো পোশাকধারী কিছু যুবক বস্তু নিক্ষেপ করলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এরপরও মিছিল অব্যাহত থাকে। ফরাসি গণমাধ্যম জানায়, লিয়ঁতে সংঘর্ষে কয়েকজন আহত হন। কয়েকটি শহরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে প্রায় দেড়শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো দিনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ড্রোন এবং সাঁজোয়া যানও ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি জনগণের ক্ষোভকে স্বীকৃতি দিতে এবং বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করতে আহ্বান জানান ইউনিয়ন নেতারা। সরকার অনড় থাকলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2