ইসরাইলে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের একটি হোটেলের প্রবেশপথে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আঘাত হানে এই ড্রোন।
প্রথম আঘাতের এক ঘণ্টা পর আরেকটি ড্রোন আটকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে সন্ধ্যায় হুথিরা ইসরাইলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে তেলআবিব, জেরুজালেমসহ বহু শহরে সাইরেন বাজতে থাকে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের স্থানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কাজ করছে এবং ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। আইডিএফ বলছে, ওই ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব না হওয়ায় তদন্ত চলছে।
দৃশ্যমান ফুটেজে দেখা গেছে, আঘাতের পর হোটেলের বাইরে আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা তা নেভাতে ব্যস্ত ছিলেন।
হুথিরা জানিয়েছে, তারা তেলআবিবে একটি ‘সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া এলাতকে লক্ষ্য করে তিনটি এবং বেয়ারশেভার দিকে আরেকটি ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেছে তারা। এর কিছু ড্রোন ইসরাইল পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি
মন্তব্য করুন: