এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

ছবি: ইইআর নিউজ
পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে গালফ অব ফিনল্যান্ডের ভাইনডলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার তিনটি মিগ-থার্টি ওয়ান যুদ্ধবিমান।
এস্তোনিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই ১২ মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে তারা। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। ন্যাটোর মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে।
ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনায় ন্যাটো দ্রুত তার প্রতিক্রিয়া জানাবে।
এস্তোনিয়া বলছে, প্রতিনিয়ত সীমান্তে পরীক্ষা ও আগ্রাসন বাড়িয়ে চলেছে রাশিয়া। তাদের দাবি, চলতি বছর এস্তোনিয়ার আকাশসীমা চারবার লঙ্ঘন করেছে রাশিয়া। এদিকে, রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটার কারণে বড় সমস্যা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নাকচ করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদের যুদ্ধবিমান উড়াল সম্পন্ন করেছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: