• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত ২

প্রকাশিত: ১০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই'র একটি বন্দিশিবিরে বন্দুক হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দিশিবির লক্ষ্য করে গুলি চালান বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স জানিয়েছে, গুলিবিদ্ধ তিনজনই আইসিইর হেফাজতে থাকা বন্দী। পাশের ভবনের ছাদে থাকা ওই পুরুষ বন্দুকধারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করলে নিজের গুলিতে তিনি মারা যায় সে।

হামলায় সংস্থাটির কোনো কর্মকর্তা হতাহত হননি বলে জানিয়েছেন আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান। তিনি বলেন, আইসিইর স্থাপনায় হামলার ঘটনা এটাই প্রথম নয়।

এই হামলায় উদ্বেগ প্রকাশ ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এধরনের হামলা প্রতিহতে জোর দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2