• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ বছরের কারাদণ্ড পেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

প্রকাশিত: ২১:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ বছরের কারাদণ্ড পেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

ফাইল ছবি

লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দণ্ড দেন আদালত। 

নিকোলাস সারকোজির বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে নিজের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগীরা।

সাবেক এ প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে। প্রসিকিউটেরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে। নিকোলাসকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে যে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।

এদিকে আদালতের এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিকোলাস। তিনি বলেছেন, আদালত যদি চায় তাকে জেলে ঘুমাতে হবে। তিনি জেলে ঘুমাবেন। তবে এ সময় তার মাথা উঁচু থাকবে।

সূত্র: রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2