সবচেয়ে উঁচুতে নির্মিত সেতু যান চলাচলের উন্মুক্ত, অবস্থিত যে দেশে

বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মিত সেতু যান চলাচলের উন্মুক্ত করেছে চীন। ‘হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’ দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে অবস্থিত। ৩ বছর নির্মাণকাজ শেষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সেতুটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
এই সেতুর কারণে, ক্যানিয়ন উপত্যকা অতিক্রম করতে আগে দুই ঘণ্টা সময় লাগলেও এখন মাত্র দুই মিনিট পার হওয়া যাবে। বেইপান নদীর ওপর নির্মিত এই সেতুটি নদী থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত, যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ উঁচু। ১ হাজার ৪২০ মিটার মূল স্প্যান নিয়ে এটি বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মোট ২ হাজার ৮৯০ মিটার দীর্ঘ এই সেতুটি ‘পৃথিবীর ফাটল’ নামে পরিচিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের দুই পাড়কে সংযুক্ত করেছে। এটি চীনের অবকাঠামো উন্নয়নের সর্বশেষ নিদর্শন।
জানা যায়, ২০১৬ সালে চালু হওয়া বেইপান নদীর ওপর আরেকটি সেতু এতদিন বিশ্বের সর্বোচ্চ হিসেবে পরিচিত ছিল, যার উচ্চতা ছিল ৫৬৫.৪ মিটার। নতুন সেতুটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান চাং ইয়িন জানান, নতুন সেতুটি আঞ্চলিক সংযোগ বাড়াবে এবং চীনের উদ্ভাবনী ক্ষমতার প্রতীক হবে।সেতুটির নির্মাণে ২১টি পেটেন্টসহ একাধিক প্রযুক্তিগত সাফল্য অর্জিত হয়েছে এবং এর কিছু উদ্ভাবন জাতীয় মানদণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্মাণকালে উপত্যকার ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট ন্যাভিগেশন, ড্রোন, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং অতিরিক্ত শক্তিশালী উপকরণ, যা উচ্চতায় মিলিমিটার-স্তরের নিখুঁত কাজ সম্ভব করেছে।
উল্লেখ্য, চীনের কুইচৌ প্রদেশে এরইমধ্যে ৩০ হাজারেরও বেশি সেতু নির্মিত হয়েছে, যার মধ্যে বিশ্বের তিনটি সর্বোচ্চ সেতু রয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: