• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

থালাপতির দলের নেতাদের বিরুদ্ধে মামলা করলো ভারতীয় পুলিশ

প্রকাশিত: ২২:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
থালাপতির দলের নেতাদের বিরুদ্ধে মামলা করলো ভারতীয় পুলিশ

ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ ৪০ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় তার রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ভারতের পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার তামিলনাড়ুতে পদদলিত হয়ে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। একই সমাবেশে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের আগে বিজয় তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন।

সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি. সেলভারাজ রয়টার্সকে জানিয়েছেন, টিভিকে দলের সিনিয়র নেতা বুসি আনন্দ, নির্মল কুমার এবং ভিপি মাথিয়ালাগনের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের দিকে প্রথম পদক্ষেপ' হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

তিনি উল্লেখ করেন, টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় ছিল দ্বিগুণেরও বেশি।

তামিল সিনেমার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয় গত বছর তার দল শুরু করার পর থেকে প্রচুর জনসমাগম করে চলেছেন। তিনি বলেন, কারুর জেলায় পদদলিত হওয়ার ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2