• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

‘ছোট নৌকা গাজায় পৌঁছাতে পারলে শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?’

প্রকাশিত: ১২:৩৯, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৩৯, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘ছোট নৌকা গাজায় পৌঁছাতে পারলে শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?’

ফাইল ছবি

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের ছোট নৌকা গাজায় পৌঁছাতে পারলে শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। 

সংবাদমাধ্যমটি বলছে, গাজার উদ্দেশে যাত্রা করা বেসামরিক সহায়তা বহরের নৌকাগুলো যখন ইসরাইলি অবরোধ ভেঙে কাছে পৌঁছাতে সক্ষম হয়, তখন শক্তিশালী নৌবাহিনীসমৃদ্ধ রাষ্ট্রগুলো কেন একই কাজ করতে পারছে না— এই প্রশ্ন তুলেছেন ফ্রান্সেসকা আলবানিজ। তিনি জাতিসংঘে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি।

আলবানিজ বলেছেন, যখন ‘বিশ্বের সাধারণ নাগরিকেরা’ ছোট ও কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত নৌবাহিনী কেন সহজেই ইসরাইলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই বড় প্রশ্ন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেবো না। চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2