এবার গাজার শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন পুতিন
গাজার শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জানুয়ারি) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
পেসকভ বলেন, মস্কো ওয়াশিংটনের কাছ থেকে এই প্রস্তাবের সব সূক্ষ্ম বিষয়গুলো স্পষ্টভাবে জানার চেষ্টা করছে। তবে পুতিন এই শান্তি পরিষদে যোগ দিতে আগ্রহী কিনা, এ বিষয়ে কিছু বলেননি ক্রেমলিন মুখপাত্র।
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি পরিষদ গঠন করেছেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এই বোর্ডে প্রভাবশালী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই শান্তি পরিষদে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভারত ও পাকিস্তানের মতো দেশের শীর্ষ নেতারা।
এদিকে, গাজার শান্তি পরিষদে তুরস্ক বা কাতারের কোনো নেতার অন্তর্ভুক্তি চান না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
সূত্র: আলজাজিরা
বিভি/এসজি



মন্তব্য করুন: