• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

কাবুলের রেস্তোরাঁয় আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭   

প্রকাশিত: ০৯:১৯, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কাবুলের রেস্তোরাঁয় আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭   

ছবি: আলজাজিরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় আইএসের আত্মঘাতী বোমা হামলায় এক চীনা নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহত বাকি ছয়জনই আফগান নাগরিক। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শাহর-এ-নও বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁর সামনের দিকে বিশাল গর্ত তৈরি হয় এবং আতঙ্কে বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণের পর অন্তত ২০ জনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এখনও অনেকের অবস্থা আশঙ্কজনক। শুরুতে রেস্তোরাঁ মালিক ঘটনাটি বিস্ফোরণ বলে দাবি করেন। পরবর্তীতে আইএস-এর আফগান শাখা এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। 

উইঘুরদের ওপর চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে চীনা নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসলামিক স্টেট। মানবাধিকার সংগঠনগুলো বেইজিংয়ের বিরুদ্ধে প্রায় ১ কোটি উইঘুর মুসলিমের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ তুলেছে। যদিও চীন সরকার এটা অস্বীকার করে আসছে। 

সূত্র: আলজাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত