• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনে যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজের ভূমিতে ফিরছেন গাজাবাসী

প্রকাশিত: ২২:৪৮, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:৪৯, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফিলিস্তিনে যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজের ভূমিতে ফিরছেন গাজাবাসী

বিবিসি

ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’ হয়েছে। এতে ভূখণ্ডটির সেনাদের সরিয়ে নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছে। একই বাস্তুচ্যুত গাজাবাসীকে নিজের স্থানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। আলজাজিরা, বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পর এমন ঘোষণা এলো। তবে, তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনারা প্রস্তুত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মি ও বন্দিদের মুক্তি দেবে উভয়পক্ষ। বিবিসি প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে জীবিত থাকা ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি কার্যকর ঘোষণার সময় থেকেই এই ক্ষণগণনা শুরু হয়েছে। 

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচায় আদ্রায়ে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজার ফিলিস্তিনিদের প্রধান সড়ক ধরে উত্তরের দিকে চলাচলের অনুমতি দিচ্ছে। তবে, গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনা সক্রিয় থাকবে। বাসিন্দাদের সেদিকে যেতে দেওয়া হবে না। কারণ, এই এলাকাগুলো ‘অত্যন্ত বিপজ্জনক’।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2