• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নোবেল পাননি ট্রাম্প, কমিটির কড়া সমালোচনা হোয়াইট হাউজের

প্রকাশিত: ২০:৫৩, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নোবেল পাননি ট্রাম্প, কমিটির কড়া সমালোচনা হোয়াইট হাউজের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল না দেওয়ায় কমিটি কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেওয়া ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্পের সহকারী ন্যাটালি হার্প ও হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং।

পুরস্কার ঘোষণার পরই চিউং এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি সম্পাদন, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর কাজ অব্যাহত রাখবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো ও এমন কেউ আর নেই যিনি শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি দিয়েই পাহাড় সরাতে পারেন।

এদিকে, নরওয়ের অসলোভিত্তিক নোবেল পুরস্কার বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, ট্রাম্পের নোবেল জেতার কোনো সম্ভাবনা নেই।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2