• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

প্রকাশিত: ১৯:৫৮, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। শনিবার (১১ অক্টোবর) দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেওয়া হয় বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী। 

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তান জানায়, ‘পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।’

তারা আরও জানায়, এই অভিযানে বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের পর পোস্ট খালি রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এক বিবৃতিতে বলেন, আফগানের মাটি থেকে সন্ত্রাসী হামলার কথা প্রমাণিত সত্য। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির মূল চাবিকাঠি।

পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে কেনো আপস করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে ছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেয়া শুরু করে পাকিস্তান।

সূত্র: দ্য ডন

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2