• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষে কোন দেশের কতজন মারা গেল?

প্রকাশিত: ২০:০০, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষে কোন দেশের কতজন মারা গেল?

দক্ষিণ এশিয়ায় আবারও সীমান্ত নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু কোন দেশের কতজন মারা গেছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

রবিবার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছে। এসময় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবান শিবির, চেকপোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গুলিবর্ষণ এবং হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হয়

বিবৃতিতে আরও বলা হয়, এসময় আমাদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। অন্যদিকে, তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২ শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, রাতভর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষে তাদের বাহিনী ‘৫৮ পাকিস্তানি সেনাকে’ হত্যা করেছে। কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই সংঘর্ষে তালেবানের ৯ জন সেনাও নিহত হয়েছে বলে কাবুলে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2