• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো, ৬৪ জনের প্রাণহানি 

প্রকাশিত: ১৪:১৬, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো, ৬৪ জনের প্রাণহানি 

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনও নিখোঁজ অন্তত ৬৫জন। এছাড়াও প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া মৌসুমি ঝড়বৃষ্টিতে তৈরি হয় এই বন্যা পরিস্থিতি। উপচে পড়ে নদীসহ বিভিন্ন জলাধারের পানি। অনেক এলাকায় ভূমিধসও হয়।

ভয়াবহ বন্যায় বন্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ সড়ক। অনেক এলাকা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। -সূত্র: আল জাজিরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2