যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, আবারও ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজা উপত্যকায় চলছে ইসরাইলি বাহিনীর হামলা। চুক্তি সত্ত্বেও গুলিতে অন্তত ৬ জন ফিলিস্তিনিকে নিহত করেছে ইসরাইল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উত্তর গাজা উপত্যকায় এই হত্যার ঘটনা ঘটে।
এদিকে ঘটনার সাফাই গেয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর দিকে এগিয়ে আসা ‘সন্দেহভাজনদের’ কাছ থেকে সৃষ্ট হুমকি দূর করতে গুলি চালানো হয়।
ইসরাইলের সামরিক বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরাইলি বাহিনীর প্রাথমিক প্রত্যাহারের জন্য নির্ধারিত একটি সীমারেখা অভিযুক্তরা অতিক্রম করেছিল, যা চুক্তি লঙ্ঘনের শামিল।
গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার উপত্যকা জুড়ে দু’টি পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর একদিন আগে, গতকাল সোমবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস গাজায় থাকা শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও বাসে করে ফিলিস্তিনি বন্দীদের বাড়িতে পাঠায়।
এই চুক্তির ফলে দুই বছর ধরে চলা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করে তোলা এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির পরপরই গুলির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: