• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিলেন এরদোয়ান  

প্রকাশিত: ১৬:১৮, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিলেন এরদোয়ান  

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি এরদোয়ান। 

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন।

ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।'

তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। এরদোয়ানের কথা শুনে তিনি হেসে উঠে বলেন, ‘এটা অসম্ভব!’ 

এ সময় মেলোনি বলেন, ‘ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।’

উল্লেখ্য, মোলোনি তার সাক্ষাৎকারের একটি সিরিজের ওপর ভিত্তি করে এক বইতে স্বীকার করেছেন যে ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিশ্বনেতাদের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2