• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মাচাদোকে নোবেল দেওয়ায় নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

প্রকাশিত: ১৪:২৯, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৩৯, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মাচাদোকে নোবেল দেওয়ায় নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর সোমবার ভেনিজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে, ভেনিজুয়েলা সরকার, মাচাদোর পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছে যে এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ।

বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোতে কূটনৈতিক ফাঁড়ি খুলেছে। এই দেশগুলোকে তারা ‘আধিপত্যবাদী চাপের’ বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার বলে মনে করে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনিজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ইমেলে বলেছেন, ‘এটি দুঃখজনক। বেশ ক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনিজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবে।’

সোমবার সন্ধ্যার মধ্যে ভেনিজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার তিন দিন পর ভেনিজুয়েলা এই পদক্ষেপ নিল।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

রোববার, মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই মাদুরো ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ‘দানবীয় ডাইনি (ডিমোনিক উইচ)’ বলে অভিহিত করেন। সরকার প্রায়শই এটি ব্যবহার করে।

অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, ‘ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রমও একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য’ মাচাদোকে সম্মানিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোয়াং জোর দিয়ে বলেন, ‘নোবেল পুরস্কার নরওয়ে সরকারের ওপর নির্ভরশীল নয়।’
মাচাদো তার নোবেল ‘ভেনিজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ’ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন। 

সোমবার রাতে কলম্বিয়ার বোগোতায় দুই ভেনিজুয়েলার কর্মীকে গুলি করে আহত করার পর তদন্তের আহ্বান জানান তিনি।

বোগোতার পুলিশ জানিয়েছে, লুইস আলেজান্দ্রো পেচে ও ইয়েন্দ্রি ভেলাস্কেজ নামে শনাক্ত ওই কর্মীরা বাসে ওঠার সময় গুলিবিদ্ধ হন।

মাচাদো এক্স-কে বলেছেন, তারা ‘নিকোলাস মাদুরোর স্বৈরতন্ত্রের নির্যাতনের শিকার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2